পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহত বেড়ে ১২৪
- আপডেট সময় : ০৯:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
উত্তর-পশ্চিম পাকিস্তানে শিয়া-সুন্নি জাতিগত দাঙ্গা অব্যাহত রয়েছে। দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে। দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তা শনিবার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
গত দুই দিনে আরও ১৩ জন নিহত হওয়ার পর, আজ শনিবার কুররাম জেলার একজন স্থানীয় সরকারি কর্মকর্তা মৃতের সংখ্যা ১২৪ জনে পৌঁছেছে বলে উল্লেখ করেছেন। দুইজন সুন্নি এবং ১১ জন শিয়া নিহত হয়েছেন গত দুই দিনে। তিনি আরও বলেন শনিবার সকালে চলতে থাকা নতুন লড়াইয়ে ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে।
পাকিস্তান সুন্নি সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় বড় সংখ্যক শিয়া জনগোষ্ঠী রয়েছে। সেখানে কয়েক দশক ধরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে।
গত বৃহস্পতিবার শিয়া মুসলমানদের দুটি পৃথক গাড়ি বহরে অতর্কিত হামলায় ৪০ জনের বেশি নিহত হওয়ার পরে সংঘর্ষ শুরু হয়।
তারপর থেকে গত ১০ দিন ধরে লড়াই চলছে। এ ঘটনায় প্রদেশের প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় মোবাইল ফোন এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
প্রাদেশিক সরকার সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে দুটি গোষ্ঠীই। আরেকটি ১০ দিনের যুদ্ধবিরতি গত বুধবার ঘোষণা করা হলেও কোনো লাভ হয়নি।
পেশোয়ারের প্রাদেশিক রাজধানীতে একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মোট মৃতের সংখ্যা ১২৪ জন, তা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ‘আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। শান্তি পুনরুদ্ধারের জন্য প্রাদেশিক সরকারের গৃহীত কোনো পদক্ষেপই পুরোপুরি বাস্তবায়িত হয়নি।’