ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিজেদের সক্ষমতা বাড়াতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে নিজেদের স্বার্থ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এজন্য বিদেশে এবং দেশে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

শনিবার (৩০শে নভেম্বর) সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তাই অনেক দেশ থেকে আমরা পিছিয়ে আছি। ভারতের সাথে দেশের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্ক অবনতির চেষ্টা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, সেটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।

তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে ধরা। এই বিষয়গুলো তাদের শক্তভাবে উপস্থাপন করা দরকার।

সীমান্তে হত্যা নিয়ে উপদেষ্টা বলেন, তাদের উচিত সীমান্তে অপরাধীকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রচলিত আইনে বিচার করা।

নিউজটি শেয়ার করুন

নিজেদের সক্ষমতা বাড়াতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে নিজেদের স্বার্থ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এজন্য বিদেশে এবং দেশে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

শনিবার (৩০শে নভেম্বর) সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। তাই অনেক দেশ থেকে আমরা পিছিয়ে আছি। ভারতের সাথে দেশের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্ক অবনতির চেষ্টা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, সেটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয়।

তিনি মনে করেন, দেশের সংবাদমাধ্যমগুলোর উচিত ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে ধরা। এই বিষয়গুলো তাদের শক্তভাবে উপস্থাপন করা দরকার।

সীমান্তে হত্যা নিয়ে উপদেষ্টা বলেন, তাদের উচিত সীমান্তে অপরাধীকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রচলিত আইনে বিচার করা।