ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে ভরাডুবি বার্সেলোনার
- আপডেট সময় : ১২:৫৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৮১ বার পড়া হয়েছে
লাল পালমাসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা। এর আগে রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর সেলতা ভিগোর সঙ্গে ড্র করে বার্সেলোনা। এতে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসে কাতালানদের।
যদিও শীর্ষস্থান ধরে রাখতে আজ লাস পালমাসের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না হান্সি ফ্লিকের দলের। কিন্তু এমন ম্যাচেই কিনা ২-১ গোলে হেরে বসেছে বার্সা।
ঘরের মাঠে তলানির দলের বিপক্ষে ফিনিশিংয়ে ভুগেছে স্বাগতিকরা। পেদ্রি, গাভিরা মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিলেও প্রতিপক্ষের বক্সে খেই হারিয়েছেন রাফিনিয়া, রবার্ত লেভানদফস্কিরা। ফলে সুযোগ তৈরি করেও শুরুর ৪৫ মিনিটে পালমাসের রক্ষণ ভাঙতে পারেনি বার্সা। যদিও ম্যাচের সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন পাবলো তোরে।
তার শট সরাসরি গিয়ে লাগে জ্যাসপার সিলেসেনের গায়ে। রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গিয়েছে সফরকারীরাও। কিন্তু ফিনিশিং দুর্বলতায় সাফল্য পাওয়া হয়নি তাদের। প্রথমার্ধের শেষ বেলায় ভাগ্য সুপ্রসন্ন হয়নি রাফিনিয়ার। গাভির ছোট পাস ধরে বক্সে ঢুকে পড়া রাফিনিয়ার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।
মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যে বার্সার জালে বল পাঠায় পালমাস। বার্সাতেই বেড়ে ওঠা ফরোয়ার্ড স্যান্ড্রো রামিরেস এগিয়ে নেন তার দলকে। ম্যাচের ৬১ মিনিটে রাফিনিয়ার গোলে বার্সা সমতায় ফিরলেও ৬ মিনিটের মধ্যে আবারও এগিয়ে যায় পালমাস। এবার গোল করেন ফ্যাবিও সিলভা।
এইদিন ইনজুরি কাটিয়ে ওঠা লামিন ইয়ামাল দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও কোনো ছাপ রাখতে পারেননি। ফলে হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে কাতালানরা।