বাংলাদেশকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১১:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৩৮২ বার পড়া হয়েছে
এদেশের গণঅভ্যুত্থানকে ভারতীয় গণমাধ্যম ভালো ভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি অভিযোগ করেন, বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে তুলে ধরতে তারা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
রোববার বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি দাবি করেন, সংখ্যালঘু নির্যাতন এবং তালেবান সরকারের উত্থানের মতো সব সংবাদ অযৌক্তিক।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে খুশি নয়। তারা এদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তালেবান সরকারে উত্থান হচ্ছে, এমন অযৌক্তিক প্রচারণাও চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম।’
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা দুদেশের কারও জন্যই সুখকর হবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন জানান, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথা বললেও গত ১৫ বছরে সম্পর্ক জোরদারে রাজনৈতিক কোন সদিচ্ছা দেখায়নি আওয়ামী লীগ সরকার।