হেয় প্রতিপন্ন করতে মিথ্যা মামলা করা হয়েছে: ড. ইউনূস

- আপডেট সময় : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৪৮০ বার পড়া হয়েছে

দেশীয় ও আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেছেন ড. ইউনূস- জানিয়েছেন তার আইনজীবী। অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে তার আইনজীবী এ অভিযোগ করেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দুদকে আসেন ড. ইউনূস। এর পর তাকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ কক্ষে। সেখানে একঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনজীবী। অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুদক। গত ২৭ সেপ্টেম্বর দুদকের উপ- পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক- কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপ- পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।