ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশে বিদেশে কোথাও সরকারের অবস্থান নেই: আমির খসরু

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বিদেশে কোথাও সরকারের অবস্থান নেই, চতুর্দিকের চাপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দুর্নীতি, লুটে ক্ষমতাসীনদের শক্তি। এরা দেশের মানুষের সামনে দাঁড়াতে পারবে না।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ শুরুর আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী কিছুদিন কঠিন সময় যাবে। রাস্তা ছাড়া যাবে না। সরকারি শান্তি মিটিং করে ক্ষমতায় থাকা যাবে না, জনস্রোতের সামনে দাঁড়াতে পারবে না। যাদের দিয়ে রক্ষা পেতে চান তাদের হৃদয়েও কম্পন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উনারা (আওয়ামী লীগ) যাদের ওপর নির্ভরশীল তারা মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই আমাদের রাজপথ ছাড়া যাবে না। আমাদের গণতন্ত্রকামী বন্ধুরা আজ জেগে উঠেছে। এই দেশে কোনো অগণতান্ত্রিক সরকার থাকবে না। আমরা রাজপথে সজাগ আছি। এবার আর ভোটচুরির সুযোগ দেওয়া হবে না।

সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

১৪৭ কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রামের কাজির দেউরী মোড়ে গিয়ে রোডমার্চটি শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশে বিদেশে কোথাও সরকারের অবস্থান নেই: আমির খসরু

আপডেট সময় : ০৯:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

দেশে বিদেশে কোথাও সরকারের অবস্থান নেই, চতুর্দিকের চাপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দুর্নীতি, লুটে ক্ষমতাসীনদের শক্তি। এরা দেশের মানুষের সামনে দাঁড়াতে পারবে না।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চ শুরুর আগে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী কিছুদিন কঠিন সময় যাবে। রাস্তা ছাড়া যাবে না। সরকারি শান্তি মিটিং করে ক্ষমতায় থাকা যাবে না, জনস্রোতের সামনে দাঁড়াতে পারবে না। যাদের দিয়ে রক্ষা পেতে চান তাদের হৃদয়েও কম্পন শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উনারা (আওয়ামী লীগ) যাদের ওপর নির্ভরশীল তারা মুখ ঘুরিয়ে নিয়েছে। তাই আমাদের রাজপথ ছাড়া যাবে না। আমাদের গণতন্ত্রকামী বন্ধুরা আজ জেগে উঠেছে। এই দেশে কোনো অগণতান্ত্রিক সরকার থাকবে না। আমরা রাজপথে সজাগ আছি। এবার আর ভোটচুরির সুযোগ দেওয়া হবে না।

সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করছে বিএনপি। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-ফেনী-মীরসরাই-চট্টগ্রাম বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

১৪৭ কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রামের কাজির দেউরী মোড়ে গিয়ে রোডমার্চটি শেষ হওয়ার কথা রয়েছে।