‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’
- আপডেট সময় : ০১:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৬৭৩ বার পড়া হয়েছে
আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুষ্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন তিনি এ সব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের গণমাধ্যমগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশিদের নিরাপত্তায় ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন চালানোর চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এই সময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারত। নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান।
রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইলে, দেশের মানুষ রুখে দাঁড়াবে। ভারতের মানুষ গণতন্ত্রকামী। অধিকাংশ মানুষই তাদের আচরণের বিপক্ষে।
সব ধর্মের মানুষকে নিজ জন্মভূমির প্রতি অনুগত থাকার আহ্বান জানান রিজভী। বলেন, বিজেপি ভারতকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টারপ্ল্যান করেছে ভারত।
রাষ্ট্রীয় ভাবে সংখ্যালঘু নির্যাতন করা ভারত, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ করছে। ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে ভারতের মুসলিমরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।