বাংলাদেশ-ভারতের মধ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
- আপডেট সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৪৮১ বার পড়া হয়েছে
একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার ঢাকায় বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশের এসব কথা বলেন রিজভী।
এসময় ভারতের সরকারকে সাম্প্রদায়িক দাবি করে বিএনপির এই নেতা অভিযোগ করেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দুই দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হিন্দু মুসলিম এক হয়ে দিল্লির ষড়যন্ত্রের জবাব দেবে।
রিজভী বলেন, সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা দেয় বাংলাদেশ। কিন্তু ভারত সম্প্রসারণবাদের বিস্তার করে পার্শ্ববর্তী দেশগুলো কব্জা করার চিন্তা করলে ভুল করবে। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন রিজভী।
ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে গত সোমবার হামলার ঘটনা ঘটেছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালায়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননাও করে।
এ ঘটনার প্রতিবাদে আজ জাতীয় ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট। সমাবেশে হিন্দু নেতারা দাবি করেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে যেসব অভিযোগ করছে তা ভিত্তিহীন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা রুহুল কবি রিজভী বলেন, ‘শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত। তাই বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে তারা।’
পরে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ উদ্যাপন ফ্রন্ট। বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।