সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৪৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশের মানুষের ভোট দেয়ার অধিকার চায় বলে দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, সংস্কার লাগবেই তবে বাকশালের মতো কোনো কিছু যেন না হয়।
বৃহস্পতিবার এক সভায় মঈন খান বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। জনগণের আস্থা বজায় রাখতে সতর্ক অবস্থায় থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
তিনি বলেন, ফারাক্কার প্রভাবে বাংলাদেশে নদীতে পরিবেশগত বিপর্যয় হচ্ছে, যা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের উপর পরিবেশগত আগ্রাসন রোধে আন্তর্জাতিক অধিকার ও বিদেশি বন্ধুদের সহায়তা কাজে লাগাতে হবে।