দলীয় নয়, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: হাইকোর্ট
- আপডেট সময় : ০৪:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / ৭৫৪ বার পড়া হয়েছে
দলীয় নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ সময় সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে বলেও জানানো হয়।
রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিলের কথা জানানো হয়। এর মাধ্যমে শেখ মুজিবকে জাতির জনকের স্বীকৃতি বাতিল হবে। এছাড়াও ১৪২ অনুচ্ছেদ ফিরিয়ে গণভোটের বিধান পুর্নবহাল করেছেন হাইকোর্ট।
অন্যদিকে অবৈধভাবে ক্ষমতা দখল করলে রাষ্ট্রদোহিতার অপরাধসহ ৫৪টি অনুচ্ছেদও আনা হয়েছে। রায়ে হাইকোর্ট জানায়, ত্রয়োদশ সংশোধনী বৈধ করার পর তত্ত্বাবধায়ক সরকার ফিরবে।
হাইকোর্ট বেঞ্চ জানায়, বেআইনিভাবে কেউ ক্ষমতা গ্রহণ করলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এছাড়াও সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব।
গত ৫ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে রুল জারি করা হয়। এ বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্য দিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এ দিন ধার্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন,রিটকারী সুজনের বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া।