‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিট্যান্স বেড়েছে’
- আপডেট সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) প্রবাসী দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন ড. আসিফ নজরুল।
উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত বছরের তুলনায় এই সময়ে ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংক গুলোতে টাকা পাঠাতে। অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে।
ড. আসিফ নজরুল প্রবাসীদের সমস্যার সমাধানে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে জানান, প্রবাসীদের সব সমস্যা সমাধানে কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, হয়রানি বন্ধে কাজ চলছে এবং অভিবাসন ব্যয় কমানোর জন্য এজেন্সিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রবাসীদের দেশের জন্য অবদান স্মরণ করে উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রবাসীরা দেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের অনেককে জেলেও যেতে হয়েছিল। প্রবাসীরা অসম্ভবকে সম্ভব করেছেন।
তিনি আরও বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার হলে আমাদের অত্যন্ত কষ্ট হয়। অনেকেই ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স পাঠান, তবে দুঃখজনকভাবে এই ব্যাংক ফ্যাসিস্ট সরকারের দ্বারা দখল করে লুটপাট করা হয়েছে।
পাসপোর্ট সমস্যা ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ড. আসিফ নজরুল বলেন, পাসপোর্ট বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, তবে আমরা তাতে সহযোগিতা করতে চেষ্টা করবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব, তবে আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করতে প্রস্তুত।
এ সময় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সরকারের বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেয়া হবে।’
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নিদিষ্ট নীতিমালা প্রণয়নের কথাও বলেন তিনি।