সরকারের বক্তব্যের সঙ্গে এক কর্মকর্তার কথার অসামঞ্জস্য অপ্রত্যাশিত
- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
- / ৪০৫ বার পড়া হয়েছে
সরকারের প্রধানের বক্তব্যের সঙ্গে তার এক কর্মকর্তার কথার অসামঞ্জস্য অপ্রত্যাশিত। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
‘নির্বাচনী রোডম্যাপ ও জন-আকাঙ্ক্ষা’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ চালক দল কেন্দ্রীয় কমিটি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন, প্রধান উপদেষ্টাকে তার আশপাশের মানুষ কী বলছে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার তিন মাস পর কীভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়লো, তার জবাব চান বিএনপির এই শীর্ষ নেতা।
বাংলাদেশে কতজন ভারতীয় কাজ করছে প্রকাশ করতে হবে জানিয়ে জয়নুল আবদীন ফারুক আরও বলেন, রমজানকে কেন্দ্র করে আওয়ামী দোসররা যাতে বাজার সিন্ডিকেট তৈরি করতে না পারে, তা সরকারকে নিশ্চিত করতে হবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সচেষ্ট থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।