সিরিয়ায় সামরিক কলেজে ড্রোন হামলা, নিহত শতাধিক
- আপডেট সময় : ০৬:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৪৩৭ বার পড়া হয়েছে
সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক কলেজে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও ২৪০ জন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে এই হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ব্রিটেনভিত্তিক সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছেন।নিহত ব্যক্তিদের অর্ধেকের বেশি সামরিক একাডেমির স্নাতক ডিগ্রিধারী। বেসামরিক নাগরিক রয়েছেন ১৪ জন।
অন্যদিকে সিরিয়ান স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, প্রাথমিকভাবে ছয় নারী, ছয় শিশুসহ ৮০ জন নিহত এবং প্রায় ২৪০ জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। শুক্রবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।
এদিকে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে জানিয়ে সামরিক বিবৃতিতে এর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী এর আগে বলেছিল, বৃহস্পতিবার অনুষ্ঠানটি শেষ হওয়ার পরপরই বিস্ফোরক বোঝাই ড্রোনটি সেখানে হামলা চালায়। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী এই হামলার জন্য ‘পরিচিত আন্তর্জাতিক বাহিনীর সমর্থনপুষ্ট’ যোদ্ধাদের অভিযুক্ত করেছে।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ড্রোন হামলার বিষয়ে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন।