গতবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে
- আপডেট সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ৩৭৫ বার পড়া হয়েছে
পৌষের শুরুতে দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এদিকে, গতবারের তুলনায় এবার শীতের তীব্রতা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পুরোপুরি শীত জেঁকে বসবে। আজ (রোববার, ২২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এসব তথ্য জানান।
এদিকে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের শুরুতে সারাদেশে জেঁকে বসেছে শীত। উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দিনের বেশিরভাগ সময় ঢাকা থাকছে ঘন কুয়াশায়। বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়ছে।
ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে উঠানামা করছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।
এদিকে, ঘন কুয়াশায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাসসহ ৭টি যানবাহনের সংঘর্ষে ফরহাদ নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। ভোরে ঢাকা-মাওয়া
মাগুরায় ঘন কুয়াশার সাথে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের হাত থেকে ব^াঁচতে বোরো ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখছে কৃষক।
শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর শীতে জুবুথুবু জয়পুরহাটের মানুষ। প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারণে মাঠেঘাটে যেতে পারছে না কৃষকরা।
তীব্র শীতে আর ঘনকুয়াশায় বিপর্যস্ত বেনাপোল ও শার্শার জনজীবন। ভোরে ও সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। এছাড়া সড়কে যানবাহনও চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ‘চলতি মাসে ঢাকায় ভারী শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। ২৪ তারিখে পর থেকে ঢাকায় রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করবে। একইসাথে কোনো কোনো জেলায় এর তীব্রতা বাড়তে থাকবে।’
তিনি বলেন, ‘সাগরে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে তবে সংকেত নামিয়ে ফেলা হয়েছে।’
এদিন সকাল ৯ টা পর্যন্ত রংপুর বিভাগের তেতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের কয়রা উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার আর সাতক্ষীরায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।