দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, আটক ১৭৫
- আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লিতে ১৭৫ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক বলে দাবি করেছে পুলিশ। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি শহরটিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই তাঁদেরকে শনাক্তে পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। যৌথ অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাড়িতে গিয়ে নিবিড় তল্লাশি ও তথ্য সংগ্রহ করছে তারা।
পুলিশ কর্মকর্তারা জানান, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোয় তাদের ১২ ঘণ্টার এ যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাঁদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।
দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে দিল্লি পুলিশ।
গত ১৩ ডিসেম্বর তারা জানায়, দিল্লিতে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।