‘দেশে দরকার নির্বাচিত সরকার’
- আপডেট সময় : ০৬:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
দেশে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপি’র সিনিয়র নেতারা। আজ সোমবার (২৩ ডিসেম্বর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে তারা একথা বলেন।
বিএনপি নেতারা বলেন, বাংলাদেশকে অকার্যকর করতে বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। জনগণের আস্থা অর্জনে নির্বাচনের পথে হাটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
এতে অংশ নিয়ে বিএনপি’র সিনিয়র নেতারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের অনেকে দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। দেশে পরিকল্পিতভাবে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা অব্যাহত আছে বলে মনে করেন করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে প্রতিবেশি দেশের দায় রয়েছে। দীর্ঘদিন ধরে যারা এদেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তাদের মূল্যায়নে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় আগামী দিনে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রু“খতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।