ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
সাইবার সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ; কোরিয়ার সাথে সহযোগিতা নিয়ে আলোচনা :::: পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে দুদকে দুর্নীতির তদন্ত পুনরায় শুরু :::: বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার পুনরায় তদন্ত শুরু দুদকের ::::  জানুয়ারিতে ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে: মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে ফোনালাপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: জ্যাক সুলিভান

‘বিএনপির লড়াইয়ের কারণেই স্বৈরাচার আ.লীগের পতন ঘটাতে পেরেছে ছাত্র-জনতা’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির লড়াইয়ের কারণেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছে ছাত্র-জনতা। ঠাকুরগাঁও জনসভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় প্রয়োজনে ৫ আগস্টের মতো ভোট-ভাতের অধিকার আদায়ে রাস্তায় নামার কথাও বলেন বিএনপি মহাসচিব।

নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ভারতের অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে অবস্থান জানান দিতে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির জনসভা। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) দুপুর থেকেই সভায় জড়ো হতে থাকে জগন্নাথপুর, রুহিয়া, আউলিয়াপুর, ঢোলার হাট, জামালপুরসহ ২২ ইউনিয়নের কর্মী-সমর্থকরা।

দীর্ঘ ২৩ বছর পর শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সমাবেশস্থলে আসেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভায় মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছিলো আওয়ামী লীগ। বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে ছাত্রজনতা।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছো তোমরা (ছাত্রজনতা)। নাহলে এই জায়গা তো তৈরি হতো না। ১৫ বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা অবস্থান তৈরি করেছি। এটার জন্য তোমাদের কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়েছো।’

এসময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংসের পর এখনো নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যায়নি।’ ৫ আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথাও বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আপনারা কি সত্যি সত্যি ভোট চান নাকি ওই আওয়ামী লীগের মতো ভোটের নির্বাচন চান। ৫ আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে আবার। ভোটের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে।’

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশোধ নয় সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সমাবেশে যোগ দেয়া সমর্থকদের।

১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনার মাঝেই সমাবেশে যোগ দেয়া ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি নেতা কর্মীরা মনে করছে দেশী বিদেশি চক্রান্ত নস্যাৎ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসন্ন সংসদে সরকার গঠন করবে তাদের দল।

নিউজটি শেয়ার করুন

‘বিএনপির লড়াইয়ের কারণেই স্বৈরাচার আ.লীগের পতন ঘটাতে পেরেছে ছাত্র-জনতা’

আপডেট সময় : ১১:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপির লড়াইয়ের কারণেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পেরেছে ছাত্র-জনতা। ঠাকুরগাঁও জনসভায় এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় প্রয়োজনে ৫ আগস্টের মতো ভোট-ভাতের অধিকার আদায়ে রাস্তায় নামার কথাও বলেন বিএনপি মহাসচিব।

নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ভারতের অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে অবস্থান জানান দিতে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির জনসভা। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) দুপুর থেকেই সভায় জড়ো হতে থাকে জগন্নাথপুর, রুহিয়া, আউলিয়াপুর, ঢোলার হাট, জামালপুরসহ ২২ ইউনিয়নের কর্মী-সমর্থকরা।

দীর্ঘ ২৩ বছর পর শিবগঞ্জ ডিগ্রি কলেজের মাঠে সমাবেশস্থলে আসেন এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসভায় মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের ছদ্মবেশে বাকশাল কায়েম করেছিলো আওয়ামী লীগ। বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে ছাত্রজনতা।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছো তোমরা (ছাত্রজনতা)। নাহলে এই জায়গা তো তৈরি হতো না। ১৫ বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা অবস্থান তৈরি করেছি। এটার জন্য তোমাদের কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়েছো।’

এসময় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো ধ্বংসের পর এখনো নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যায়নি।’ ৫ আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামার কথাও বলেন তিনি।

ফখরুল বলেন, ‘আপনারা কি সত্যি সত্যি ভোট চান নাকি ওই আওয়ামী লীগের মতো ভোটের নির্বাচন চান। ৫ আগস্টের মতো ভোট ও ভাতের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে আবার। ভোটের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে।’

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশোধ নয় সকলকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সমাবেশে যোগ দেয়া সমর্থকদের।

১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য ভাষণের মধ্যে দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হলেও সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনার মাঝেই সমাবেশে যোগ দেয়া ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি নেতা কর্মীরা মনে করছে দেশী বিদেশি চক্রান্ত নস্যাৎ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসন্ন সংসদে সরকার গঠন করবে তাদের দল।