গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের জবাব দিল ডেনমার্ক
- আপডেট সময় : ০২:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা যুক্তরাষ্ট্রর জন্য পরম প্রয়োজন। এ ঘোষণার পর ডেনমার্ক সরকার তাদের আর্কটিক ভূখণ্ডটির প্রতিরক্ষা বাজেট বিপুল পরিমাণ বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী টোলস লোন পওসেন মঙ্গলবার বলেছেন, এই প্যাকেজ ক্রোনায় হাজার কোটির ওপরে। ডলারে তা অন্তত দেড়শ কোটি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ ঘোষণার সময়টিকে ‘ভাগ্যের পরিহাস’ বলে বর্ণনা করেছেন ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী। পওসেন জানিয়েছেন, এই প্যাকেজের আওতায় দু’টি নতুন পরিদর্শন জাহাজ, দু’টি নতুন দীর্ঘ পাল্লার ড্রোন এবং দু’টি অতিরিক্ত কুকুর টানা স্লেজ টিমের ব্যবস্থা করা যাবে। এছাড়া গ্রিনল্যান্ডের রাজধানী নুকের আর্কটিক কমান্ডের কর্মীর সংখ্যা বাড়ানো এবং দ্বীপটির তিনটি বেসামরিক বিমানবন্দরের মধ্যে একটিতে যেন এফ-৩৫ সুপারসনিক যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সেই লক্ষ্যে উন্নয়ন করা হবে।
গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় এ দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রকল্পে বিশাল সব স্থাপনা আছে। যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির অবস্থান উত্তর আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম জলপথে। এই দ্বীপে গুরুত্বপূর্ণ খনির মজুত আছে।
স্থানীয় সময় সোমবার ট্রাম্প তাঁর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, পুরো বিশ্বের জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র অপরিহার্য প্রয়োজনীয়তা বলে অনুভব করে।
ট্রাম্পের মন্তব্যের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট ইল বলেছেন, ‘আমরা বিক্রির জন্য না।’
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ গুরুত্ব দিয়েই এবার মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা বলছেন। পানামা খাল দখল করার ইচ্ছা প্রকাশের পর কানাডা ও গ্রিনল্যান্ড নিয়েও একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি।