নাশকতা কিনা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের বেশ কয়েকটি কক্ষ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার মধ্যরাতে লাগা এ আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলায়। আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। তবে, আগুনের কারণ এখনও জানা যায়নি। এদিকে, এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিট। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নাম্বার ভবনের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম তলার পশ্চিম পাশে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এক পর্যায়ে আগুন ভয়াবহ আকার নেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তার কাজে যোগ দেয়।
আগুন ভয়াবহতা বাড়তে থাকায় আরও ১১টি যুক্ত হয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন নিয়ে ক্ষোভ জানায় স্থানীয়রা।
এসময় ঘটে আরেক মর্মান্তিক ঘটনাও, পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক এসে ফায়ার সার্ভিসের এক কর্মীকে চাপা দেয়। আহত ফায়ার ফাইটার সোহানুর জামান নয়নকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ট্রাকসহ ঘাতক চালককে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে স্থানীয়রা।
শেষ পর্যন্ত ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে, সাংবাদিকদের বিস্তারিত জানায় ফায়ার সার্ভিস এর ডিজি ব্রি. জে. জাহেদ কামাল, ডিজি, ফায়ার সার্ভিস।
এদিকে, সচিবালয়ে অফিস করতে এসে ভবনে লাগা আগুন দেখে নিরাশ হন কর্মকর্তা ও কর্মচারীরা। সচিবালয়ে আগুন লাগা মানে রাষ্ট্রের ক্ষতি হওয়া বলে জানান তারা।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টাসহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; শ্রম ও কর্মসংস্থান; অর্থ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কার্যালয় রয়েছে।