ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • / ৪৩৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ছয়জন। আজ শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সুমনা আক্তার (২৫), মফিজ মৃধা (৩৫), সাব্বির হোসাইন (৪০), মাওয়া (১০), সাফা (২) ও রিমাদ (২)।

এদিকে, দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের একটি দল। কিন্তু ডুবুরি না থাকায় উদ্ধার কাজ এখনও শুরু করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন জানান, ৯৯৯-এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি দল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে তারা জানতে পারেন ট্রলারটিতে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ছয়জন সাঁতরে ও নৌকার সহায়তায় পাড়ে আসতে সক্ষম হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা উদ্ধার অভিযান শুরু হবে।’

নিউজটি শেয়ার করুন

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ৬

আপডেট সময় : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছে ছয়জন। আজ শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- সুমনা আক্তার (২৫), মফিজ মৃধা (৩৫), সাব্বির হোসাইন (৪০), মাওয়া (১০), সাফা (২) ও রিমাদ (২)।

এদিকে, দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের একটি দল। কিন্তু ডুবুরি না থাকায় উদ্ধার কাজ এখনও শুরু করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন জানান, ৯৯৯-এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের একটি দল। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে তারা জানতে পারেন ট্রলারটিতে ১১ জন যাত্রী ছিল। এর মধ্যে ছয়জন সাঁতরে ও নৌকার সহায়তায় পাড়ে আসতে সক্ষম হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আমির জানান, একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আছে। তবে রাতের বেলায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব নয়। আগামীকাল সকালবেলা উদ্ধার অভিযান শুরু হবে।’