ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কেমন গেলো দুই ফেডারেশনের ২০২৪?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গেল ৫ আগস্ট কর্তৃত্ববাদী হাসিনার সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নতুন কমিটি এসেছে বাস্কেটবল ফেডারেশনে। তবে পুরোনো কমিটি দিয়েই মাঠে একের পর এক টুর্নামেন্ট রেখেছে হ্যান্ডবল ফেডারেশন।

২০২৪, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক এক বছর। পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়বে সেটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই।

ঝিমিয়ে পড়া বাস্কেটবল নতুন কমিটির ছোঁয়ায় ফিরেছে কোর্টে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই আয়োজন করেছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) বলেন, ‘টুর্নামেন্ট অর্গানাইজেশন না বড় কথা ছিল মেয়েদেরকে এই টুর্নামেন্টে আনা। টুর্নামেন্টটা আয়োজন করতে গিয়ে আমাদের কমিটি জার্জ করেছে একটা খেলা আয়োজন করতে গেলে কি কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়।’

হ্যান্ডবলে পট পরিবর্তনের ছোঁয়া লাগেনি। পুরোনো কমিটির হাত ধরেই সারাবছরই মাঠে থেকেছে খেলাটির ঘরোয়া টুর্নামেন্টগুলো। এতে সাধারণ সম্পাদকের কণ্ঠে স্বস্তি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল তা মোটামুটি আমরা টাচ করেছি। আমাদের যে প্রোগ্রামগুলো সেট করা ছিল তা করতে আমরা পেরেছি।’

বাস্কেটবলে লিগ আয়োজন হয় না কয়েক বছর। হ্যান্ডবল লিগও আয়োজিত হয়নি। তবে নতুন বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা রয়েছে কর্তাদের কণ্ঠে।

নিউজটি শেয়ার করুন

কেমন গেলো দুই ফেডারেশনের ২০২৪?

আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

গেল ৫ আগস্ট কর্তৃত্ববাদী হাসিনার সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নতুন কমিটি এসেছে বাস্কেটবল ফেডারেশনে। তবে পুরোনো কমিটি দিয়েই মাঠে একের পর এক টুর্নামেন্ট রেখেছে হ্যান্ডবল ফেডারেশন।

২০২৪, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক এক বছর। পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়বে সেটাই তো স্বাভাবিক। হয়েছেও তাই।

ঝিমিয়ে পড়া বাস্কেটবল নতুন কমিটির ছোঁয়ায় ফিরেছে কোর্টে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই আয়োজন করেছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) বলেন, ‘টুর্নামেন্ট অর্গানাইজেশন না বড় কথা ছিল মেয়েদেরকে এই টুর্নামেন্টে আনা। টুর্নামেন্টটা আয়োজন করতে গিয়ে আমাদের কমিটি জার্জ করেছে একটা খেলা আয়োজন করতে গেলে কি কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়।’

হ্যান্ডবলে পট পরিবর্তনের ছোঁয়া লাগেনি। পুরোনো কমিটির হাত ধরেই সারাবছরই মাঠে থেকেছে খেলাটির ঘরোয়া টুর্নামেন্টগুলো। এতে সাধারণ সম্পাদকের কণ্ঠে স্বস্তি।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল তা মোটামুটি আমরা টাচ করেছি। আমাদের যে প্রোগ্রামগুলো সেট করা ছিল তা করতে আমরা পেরেছি।’

বাস্কেটবলে লিগ আয়োজন হয় না কয়েক বছর। হ্যান্ডবল লিগও আয়োজিত হয়নি। তবে নতুন বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা রয়েছে কর্তাদের কণ্ঠে।