সংকটাপন্ন অঞ্জনা, রাখা হয়েছে সিসিইউতে
- আপডেট সময় : ১১:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি হাসপাতালে ৮ দিন ধরে তিনি চিকিৎসাধীন। সিসিইউতে (ইনটেন্সিভ কেয়ার ইউনিট) থাকা অভিনেত্রীকে চিকিৎসকরা গতকাল থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।
অঞ্জনার ছেলে নিশাত রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রথমে আম্মুকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করানো হয়েছিল। এরপর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না।’
তিনি আরও বলেন, ‘শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না।পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায় আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে আম্মুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না। আইসিইউতে দুদিন রাখার পর সিসিইউতে আনা হয়েছে।’
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দস্যু বনহুর’ দিয়ে তাঁর শুরু। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।