ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনে ৫২ জন নিহতের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘরে মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, তারা সম্প্রতি ইউক্রেনের এক গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহতের ঘটনা তদন্ত করতে একটি মাঠ পর্যায়ের দল নিয়োগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার খারকিভ অঞ্চলের রোজা নামের গ্রামে ইউক্রেনের নিহত সেনাদের প্রতি শোক জানাতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হলে ৫২ জন নিহত হন। ওসিএইচআর বলেছে, হামলাটি সম্ভবত রুশ বাহিনি চালিয়েছে। তবে নিশ্চিত করে বলা কঠিন।

ওএইচসিএইচআরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই হামলায় গভীরভাবে মর্মাহত হয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে তিনি ওই গ্রামে একটি মাঠ পর্যায়ের দল পাঠিয়েছেন।

বৃহস্পতিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর খারকিভ অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এখন থেকে ১৯ মাস আগে রুশ বাহিনির হামলায় এই অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সবচেয়ে বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছিল। এলিজাবেথ থ্রোসেল বলেন, ‘কারা ওই গ্রামে হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে যে ব্যাপারটি নিশ্চিত করে বলা যায়, সেটি হচ্ছে, সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা।’

এলিজাবেথ থ্রোসেল আরও জানান, এখন পর্যন্ত ওই হামলায় নিহত ৩৫ জনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে ১৯ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ বছরের এক ছেলেশিশু রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আগে ওই গ্রামে ৩০০ জন মানুষ ছিলেন। এখন কতজন আছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন এলিজাবেথ থ্রোসেল।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে ৫২ জন নিহতের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ

আপডেট সময় : ০৬:২৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

জাতিসংঘরে মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, তারা সম্প্রতি ইউক্রেনের এক গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহতের ঘটনা তদন্ত করতে একটি মাঠ পর্যায়ের দল নিয়োগ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার খারকিভ অঞ্চলের রোজা নামের গ্রামে ইউক্রেনের নিহত সেনাদের প্রতি শোক জানাতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হলে ৫২ জন নিহত হন। ওসিএইচআর বলেছে, হামলাটি সম্ভবত রুশ বাহিনি চালিয়েছে। তবে নিশ্চিত করে বলা কঠিন।

ওএইচসিএইচআরের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই হামলায় গভীরভাবে মর্মাহত হয়েছেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এ হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে তিনি ওই গ্রামে একটি মাঠ পর্যায়ের দল পাঠিয়েছেন।

বৃহস্পতিবারের ওই ক্ষেপণাস্ত্র হামলার পর খারকিভ অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এখন থেকে ১৯ মাস আগে রুশ বাহিনির হামলায় এই অঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সবচেয়ে বেশি বেসামরিক মানুষের মৃত্যু হয়েছিল। এলিজাবেথ থ্রোসেল বলেন, ‘কারা ওই গ্রামে হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে যে ব্যাপারটি নিশ্চিত করে বলা যায়, সেটি হচ্ছে, সেখানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এটি নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা।’

এলিজাবেথ থ্রোসেল আরও জানান, এখন পর্যন্ত ওই হামলায় নিহত ৩৫ জনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে ১৯ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ বছরের এক ছেলেশিশু রয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আগে ওই গ্রামে ৩০০ জন মানুষ ছিলেন। এখন কতজন আছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন এলিজাবেথ থ্রোসেল।