বিশ্বের সেরা দেশের তালিকায় চতুর্থ স্থানে কানাডা
- আপডেট সময় : ০৪:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
শান্তিতে বসবাস, জীবন-যাত্রার মান, উন্নত সুযোগ-সুবিধা ও ব্যবসা-বাণিজ্যের জন্য বিশ্বে চতুর্থ অবস্থানে কানাডা। ২০২৪ সালের জরিপ ও গবেষণা তথ্যে ওঠে এসেছে এই তথ্য। এসব সুবিধার কারণে উত্তর আমেরিকার দেশটির সব শহরই অভিবাসীবান্ধব হয়ে পড়ছে বলেও জানা গেছে।
উন্নত জীবন-যাপনের জন্য বিশ্বে যে কয়টি শীর্ষ দেশ রয়েছে এর মধ্যে কানাডা অন্যতম। সেরা হওয়ার দৌড়ে নানা সূচকে বিদায়ী বছরেও এগিয়ে ছিল উত্তর আমেরিকার দেশটি।
ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, সেরা দেশের তকমা ধরে রেখেছে কানাডা। ৯৪ দশমিক এক স্কোর করে ২০২৪ সালে বিশ্বের সেরা দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দেশটি।
গুণগত জীবন, উদ্যোক্তা হওয়া বা ব্যবসা শুরু করা, সামাজিক এবং রাষ্ট্রীয় গতিশীলতা ইত্যাদি ক্ষেত্রে অনন্য অবস্থানের কারণে সম্ভব হয়েছে এই অর্জন। যা অভিবাসীদের জন্যও ইতিবাচক বলে মনে করছেন অনেকেই।
তালিকায় শীর্ষস্থানে আছে সুইজারল্যান্ড। এরপর যথাক্রমে আছে জাপান ও যুক্তরাষ্ট্র। বিশ্বের সেরা দেশের এই তালিকা তৈরিতে ভালো শিক্ষা ব্যবস্থার সুযোগ, জাতিগত বৈচিত্র্য, নিরাপত্তা, আরামদায়ক অবসর জীবনযাপন, শিশুদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয়েছে।
এর আগে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের তিনটিই কানাডায় বলে প্রতিবেদনে জানায় গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স। ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার, আলবার্টার ক্যালগারি ও অন্টারিওর টরন্টো সেরা শহরের মর্যাদা পায়।