এবার ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
- আপডেট সময় : ১২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বাণিজ্যিক ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুইজন নিহত ও ১৮ জন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফুলারটন পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটা নাগাদ সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ভ্যানস আর-ভি-১০ মডেলের ছোট বিমানটি বিধ্বস্ত হয়।
তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই সম্পর্কে দেশটির কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি। এছাড়া বিমান বিধ্বস্তে আরোহী না ভবনের কর্মীরা নিহত হয়েছেন, সেই সম্পর্কেও কিছু বলা হয়নি।
পুলিশ জানিয়েছে, তারা ভবনে থাকা লোকদের সরিয়ে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে থাকতে বলা হয়েছে।
ওরেঞ্জ কাউন্টির কংগ্রেসম্যান লউ করেয়া বলেছেন, ভবনটি ফার্নিচার উৎপাদন ব্যবসায় ব্যবহৃত হতো। এক্সে তিনি বলেন, ভুক্তভোগীদের মধ্যে এক ডজন লোক ভবনের কর্মী।