জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- আপডেট সময় : ০১:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ দেরি হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ৬ থেকে ১১ জানুয়ারি জেলা পর্যায়ে জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। জনসংযোগে সব পেশা-ধর্মের মানুষের কাছে গিয়ে তাঁদের আশা-আকাঙ্ক্ষার কথা শোনা হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, জনসংযোগে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলবেন তাঁরা।