গুমের মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- আপডেট সময় : ০১:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে
গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ৬ জানুয়ারি) এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
তাদের দ্রুত গ্রেপ্তার করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তদন্ত দাখিল করার জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
যে ১১ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) এবং শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিভিন্ন সময়ে অনেককে গুম করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গুমের সঙ্গে জড়িতদের ব্যক্তিদের অভিযোগের বিষয়ে তদন্ত শেষ করা হবে।’
এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো।
জোর করে বা তাড়াহুড়ো করে ট্রাইব্যুনালের বিচার কাজ করা হবে না বলেও জানান তাজুল ইসলাম।
র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর।