বিএনপির বিরুদ্ধে নাগরিক ঐক্যের কার্যালয় ভাঙচুর ও হামলার অভিযোগ
- আপডেট সময় : ১০:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৯ বার পড়া হয়েছে
নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ করলেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ মঙ্গলবার দুপুরে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।
অভিযোগে বলা হয়, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৫ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির সভাপতি তাহের মুসল্লী ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল মুসল্লীর নেতৃত্বে নাগরিক ঐক্য অফিসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় নাগরিক ঐক্যের তিন কর্মী গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও মন্তব্য পাওয়া যায়নি বলে জানান মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর থেকেই সারাদেশে একটি মহল দখল, চাঁদাবাজিতে সক্রিয়। দখলদারিত্ব এবং রাজনৈতিক প্রতিহিংসা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি।
নাগরিক ঐক্যর সভাপতি বলেন, ‘আমরা সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু যোগাযোগ করতে পারিনি।’