ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজুদ সংক্রান্ত কারণে দেশে চালের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশে চালের কোনো অভাব নেই, মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে।’

এসময় তিনি জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে। এবছর রেমিট্যান্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নেই। এখন থেকে নতুন স্মার্ট কার্ডেই টিসিবির বিপণন পরিচালনা করা হবে বলেও জানান বশিরউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে। প্রতি বছর টিসিবি ১২ হাজার কোটি টাকার পণ্য কেনে যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’ তবে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে স্বচ্ছতা প্রয়োজন বলেও জানান শেখ বশিরউদ্দিন।

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ থেকে প্রতি কেজি ভোজ্য তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চিনি ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

মজুদ সংক্রান্ত কারণে দেশে চালের দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়িতে নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশে চালের কোনো অভাব নেই, মজুদ সংক্রান্ত কারণে চালের দাম বাড়ছে।’

এসময় তিনি জানান, চালের বাজারে মনিটরিং করা হচ্ছে, খুব শিগগিরই বাজার নিয়ন্ত্রণে আসবে। এবছর রেমিট্যান্স ও রপ্তানি আয় ভালো হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যাংকে কোনো ডলার সংকট নেই। এখন থেকে নতুন স্মার্ট কার্ডেই টিসিবির বিপণন পরিচালনা করা হবে বলেও জানান বশিরউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ডিজিটাইজেশনের মাধ্যমে টিসিবির যত অনিয়ম তা দূর করা সম্ভব হয়েছে। প্রতি বছর টিসিবি ১২ হাজার কোটি টাকার পণ্য কেনে যার মধ্যে সাড়ে ৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’ তবে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে আনতে স্বচ্ছতা প্রয়োজন বলেও জানান শেখ বশিরউদ্দিন।

স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ থেকে প্রতি কেজি ভোজ্য তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চিনি ৭০ টাকায় পাওয়া যাচ্ছে।