ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক গামাইতলা গ্রামের জয়নাল আবেদীন ছেলে।

সুনামগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্যমতে, বুধবার সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ভারত সীমান্তরক্ষী বিএসএফ তাকে গুলি করে। পরে সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়ন বিজিবির সদস্যরা থাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা থাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি মারা গেছে এমন তথ্য শুনেছি। সেজন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, ‘নিহতের বুকে ও পেটে দু’টি গুলি লেগেছে। ময়না তন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।’

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ (বুধবার, ৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক গামাইতলা গ্রামের জয়নাল আবেদীন ছেলে।

সুনামগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্যমতে, বুধবার সন্ধ্যায় নিহত সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ভারত সীমান্তরক্ষী বিএসএফ তাকে গুলি করে। পরে সেখানে থাকা সুনামগঞ্জ ২৮ ব্যাটলিয়ন বিজিবির সদস্যরা থাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা থাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় থাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি মারা গেছে এমন তথ্য শুনেছি। সেজন্য মাছিমপুর বিওপি কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পরে জানতে পারবো ঘটনা কী ঘটেছে।’

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম বলেন, ‘নিহতের বুকে ও পেটে দু’টি গুলি লেগেছে। ময়না তন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।’