বকশিবাজারে অস্থায়ী আদালতে সেনা মোতায়েন
- আপডেট সময় : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ৩৮১ বার পড়া হয়েছে
আগুনে পুড়ে গেছে রাজধানীর আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বকশিবাজারে সেনা মোতায়েন করা হয়েছে। এদিন বিডিআর হত্যাকান্ডের মামলার বিচারের জন্য দিন নির্ধারিত ছিল। তবে, বিচারকার্য পরিচালনার উপযুক্ত না হওয়ায় পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত।
এদিকে, বিডিআর হত্যায় কারাবন্দীদের মুক্তি চেয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
রাত পোহালে এই এজলাসেই হওয়ার কথা ছিলো বিডিআর ট্র্যাজেডি মামলায় জেলে থাকা আসামীদের জামিন শুনানি। তবে, মধ্যরাতের আগুনে পুড়ে গেছে পুরো এজলাস কক্ষ।
শিক্ষার্থীরা বলছেন, ৩ মাসের কথা বলে ২০১২ সাল থেকে মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত বসানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এমন পরিস্থিতির মধ্যে সকাল ১১ টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামীপক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে, রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন জানান, বিচারকার্য পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে আপাতত শুনানি হচ্ছে না।
এসময় আসামীপক্ষের আইনজীবী পারভেজ হোসেন বলেন, এভাবে বিচার বিঘিœত হওয়ায়, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা।
এদিকে, বিডিআর হত্যায় কারাবন্দীদের মুক্তি চেয়ে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে মিছিল নিয়ে শাহবাগের দিকে যায় তারা।