ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবার একসঙ্গে মাঠে নামবেন মেসি, নেইমার, সুয়ারেজ?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৩৬৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ফুটবলের একেবারে প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে নেইমার জুনিয়রের (Neymar jr) নাম একেবারে উপরের দিকে থাকবে। তবে সাম্প্রতিক সময়টা ব্রাজিলিয়ান (Brazil football Team)ফুটবলারের জন্য একেবারেই ভাল যাচ্ছে না। রেকর্ড অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও চোট আঘাতে জর্জরিত হয়েছেন নেমার। এবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন তারকা ফরোয়ার্ড।

নেইমারকে অতীতে বলতে শোনা গিয়েছিল ব্রাজিলয়ান সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না, তাই তিনি খুব বেশিদিন হয়তো খেলবেন না। এবার একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপই তাঁর শেষ হতে চলেছে। ব্রাজিলের জার্সিতে উত্তর আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে নেইমার বলেন, ‘আমি চেষ্টা তো করব, যাতে ওই বিশ্বকাপে খেলতে পারি। জাতীয় দলের অংশ হওয়ার জন্য যা যা করণীয়, আমি সবটা করব। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ প্রয়াস, তাই এই বিশ্বকাপ খেলার জন্য আমার সাধ্যের মধ্যে যা যা সম্ভব, সবটা করব।’

নেমার বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। তাঁকে আল হিলাল আর দলে রাখতে চায় না বলেও শোনা যাচ্ছে। নেইমারের প্রাক্তন দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি আপাতত একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামছেন। নেইমারের পরবর্তী গন্তব্য কি মায়ামি? আবারও কি ‘এমএসএন’ জুটিকে একসঙ্গে দেখা যাবে? এই বিষয়ে নেইমার কিন্তু আশার বাণীই শোনালেন।

‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারার বিষয়টা দারুণ হবে। ওরা আমার বন্ধু এবং আমরা এখনও একে অপরের সঙ্গে কথাবার্তা বলি। ওই ত্রয়ীকে আবার একসঙ্গে মাঠে দেখাটা তো নিঃসন্দেহে বেশ ভাল বিষয় হবে। আপাতত আমি আল হিলাল, সৌদি আরবে বেশ খুশি। তবে ফুটবলে তো কোনও কিছু নিশ্চিত নয়। আমি যখন পিএসজি ছেড়েছিলাম, তখন যুক্তরাষ্ট্রের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিষয়টা সম্ভব হয়নি। আর সৌদি আরবে আমায় যে প্রজেক্টার কথা ওরা বলেছিল, তা আমার এবং আমার পরিবারের জন্য ভাল ছিল। তাই সেই বিকল্পটাই আমি বেছে নিই।’ নেইমারের এহেন মন্তব্যে ফুটবলপ্রেমীরা যে আশায় বুক বাঁধবেন, তা কিন্তু বলাই বাহুল্য।

নিউজটি শেয়ার করুন

আবার একসঙ্গে মাঠে নামবেন মেসি, নেইমার, সুয়ারেজ?

আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বিশ্ব ফুটবলের একেবারে প্রথম সারির ফুটবল তারকাদের মধ্যে নেইমার জুনিয়রের (Neymar jr) নাম একেবারে উপরের দিকে থাকবে। তবে সাম্প্রতিক সময়টা ব্রাজিলিয়ান (Brazil football Team)ফুটবলারের জন্য একেবারেই ভাল যাচ্ছে না। রেকর্ড অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও চোট আঘাতে জর্জরিত হয়েছেন নেমার। এবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন তারকা ফরোয়ার্ড।

নেইমারকে অতীতে বলতে শোনা গিয়েছিল ব্রাজিলয়ান সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না, তাই তিনি খুব বেশিদিন হয়তো খেলবেন না। এবার একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন যে আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপই তাঁর শেষ হতে চলেছে। ব্রাজিলের জার্সিতে উত্তর আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ সম্পর্কে প্রশ্ন করা হলে নেইমার বলেন, ‘আমি চেষ্টা তো করব, যাতে ওই বিশ্বকাপে খেলতে পারি। জাতীয় দলের অংশ হওয়ার জন্য যা যা করণীয়, আমি সবটা করব। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ প্রয়াস, তাই এই বিশ্বকাপ খেলার জন্য আমার সাধ্যের মধ্যে যা যা সম্ভব, সবটা করব।’

নেমার বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলেছেন। তাঁকে আল হিলাল আর দলে রাখতে চায় না বলেও শোনা যাচ্ছে। নেইমারের প্রাক্তন দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি আপাতত একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামছেন। নেইমারের পরবর্তী গন্তব্য কি মায়ামি? আবারও কি ‘এমএসএন’ জুটিকে একসঙ্গে দেখা যাবে? এই বিষয়ে নেইমার কিন্তু আশার বাণীই শোনালেন।

‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারার বিষয়টা দারুণ হবে। ওরা আমার বন্ধু এবং আমরা এখনও একে অপরের সঙ্গে কথাবার্তা বলি। ওই ত্রয়ীকে আবার একসঙ্গে মাঠে দেখাটা তো নিঃসন্দেহে বেশ ভাল বিষয় হবে। আপাতত আমি আল হিলাল, সৌদি আরবে বেশ খুশি। তবে ফুটবলে তো কোনও কিছু নিশ্চিত নয়। আমি যখন পিএসজি ছেড়েছিলাম, তখন যুক্তরাষ্ট্রের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিষয়টা সম্ভব হয়নি। আর সৌদি আরবে আমায় যে প্রজেক্টার কথা ওরা বলেছিল, তা আমার এবং আমার পরিবারের জন্য ভাল ছিল। তাই সেই বিকল্পটাই আমি বেছে নিই।’ নেইমারের এহেন মন্তব্যে ফুটবলপ্রেমীরা যে আশায় বুক বাঁধবেন, তা কিন্তু বলাই বাহুল্য।