ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিপুণকে দেশ ছাড়তে দেওয়া হয়নি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ৩৭৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়তে চাচ্ছিলেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে তাকে বাধা দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে। পরে ওসমানি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এনএসআই ও সিভিল অ্যাভিয়েশন জনায়, শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

নিপুণকে দেশ ছাড়তে দেওয়া হয়নি

আপডেট সময় : ০৩:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ছাড়তে চাচ্ছিলেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে তাকে বাধা দেওয়া হয়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার ব্যাপারে আপত্তি তোলে। পরে ওসমানি বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এনএসআই ও সিভিল অ্যাভিয়েশন জনায়, শুক্রবার সকালে ৯টা ২০ মিনিটে বিমানের বিজি-২০১ ফ্লাইটে সিলেট হতে লন্ডন যাওয়ার জন্য ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপুণ। বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। কোনো মামলা বা অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি।