ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্চারদের ভাতা বাড়ানোর প্রক্রিয়ায় ফেডারেশন!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশসেরা আর্চার রোমান-দিয়া গোপনে যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর পর, খেলোয়াড়দের ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানালেন, গেল ২ বছরে ৪ আর্চার যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ায় ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে শঙ্কায় তিনি।

রোমান সানা আর দিয়া সিদ্দিকী। বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় বিজ্ঞাপন। সম্প্রতি ফেডারেশনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দুই তারকা আর্চার। যদিও পরে দিয়া সিদ্দীকির সাথে কথা হয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদকের।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘দিয়া আমাকে ভদ্রতা দেখিয়ে কল করে বলেছে স্যার আপনাদের জানিয়ে আসতে পারি নাই। আর দেশে ফিরে আসলে দেখা করার কথাও বলেছে সে।’

মার্কিন মুল্লুকে থেকে গণমাধ্যমে এ দম্পতি জানিয়েছেন, নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যেই এই পথে হেঁটেছেন দুজন। তবে, আর্চারি ফেডারেশনের দাবি, গেল ৭ বছরে এই খেলার মাধ্যমে রোমান সানা আয় করেছেন ৪৬ লাখ টাকারও বেশি।

সবশেষ ৬ বছরে তার স্ত্রী দিয়া সিদ্দিকী কামিয়েছেন প্রায় ২৪ লাখ টাকা। রোমান-দিয়া এভাবে দেশ ছাড়ায় অন্য খেলোয়াড়দের ভিসা পাওয়ায় জটিলতা হতে পারে বলে শঙ্কা করছেন ফেডারেশন সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা আর কোনো দিন যুক্তরাষ্ট্রে খেলতে যেতে পারব কিনা সে বিষয়ে সন্দেহ আছে আমার। একে তো তারা দুজনে চলে গেছে যা আমি দোষ বলছি না। কিন্তু এসব কথা গণমাধ্যমে উঠে আসছে। অ্যাম্বেসি তো এখন আর ভিসা দেবে না। সব শেষে ভেবে দেখলে পাব আসলে ক্ষতি হলো দেশের।’

ফেডারেশনের ক্যাম্পে থাকা আর্চারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা দীর্ঘদিনের। শিগগিরই তা বাস্তবায়নও হতে পারে। তবে, ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ালেও খেলোয়াড়দের গোপনে বিদেশ যাত্রা এড়ানো সম্ভব কিনা? এমন প্রশ্ন ছিল ফেডারেশন কর্তার কাছে।

সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা যদি কোটি টাকাও দেই না কেন, যদি কারো মানসিকতায় দেশপ্রেম না থাকে তাহলে তারা চলে যাবেই।’

ভাগ্যের চাকা ঘুরাতে রোমান-দিয়ার আগে আর্চার হাকিম আহমেদ রুবেল ও অসীম পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তাদের মধ্যে রুবেল প্রত্যয়নপত্র চেয়েছিলেন বলে দাবি ফেডারেশন সাধারণ সম্পাদকের।

নিউজটি শেয়ার করুন

আর্চারদের ভাতা বাড়ানোর প্রক্রিয়ায় ফেডারেশন!

আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

দেশসেরা আর্চার রোমান-দিয়া গোপনে যুক্তরাষ্ট্র পাড়ি জমানোর পর, খেলোয়াড়দের ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে ফেডারেশন। সংস্থাটির সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানালেন, গেল ২ বছরে ৪ আর্চার যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ায় ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে শঙ্কায় তিনি।

রোমান সানা আর দিয়া সিদ্দিকী। বাংলাদেশের আর্চারির সবচেয়ে বড় বিজ্ঞাপন। সম্প্রতি ফেডারেশনকে না জানিয়েই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দুই তারকা আর্চার। যদিও পরে দিয়া সিদ্দীকির সাথে কথা হয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদকের।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘দিয়া আমাকে ভদ্রতা দেখিয়ে কল করে বলেছে স্যার আপনাদের জানিয়ে আসতে পারি নাই। আর দেশে ফিরে আসলে দেখা করার কথাও বলেছে সে।’

মার্কিন মুল্লুকে থেকে গণমাধ্যমে এ দম্পতি জানিয়েছেন, নিজেদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যেই এই পথে হেঁটেছেন দুজন। তবে, আর্চারি ফেডারেশনের দাবি, গেল ৭ বছরে এই খেলার মাধ্যমে রোমান সানা আয় করেছেন ৪৬ লাখ টাকারও বেশি।

সবশেষ ৬ বছরে তার স্ত্রী দিয়া সিদ্দিকী কামিয়েছেন প্রায় ২৪ লাখ টাকা। রোমান-দিয়া এভাবে দেশ ছাড়ায় অন্য খেলোয়াড়দের ভিসা পাওয়ায় জটিলতা হতে পারে বলে শঙ্কা করছেন ফেডারেশন সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা আর কোনো দিন যুক্তরাষ্ট্রে খেলতে যেতে পারব কিনা সে বিষয়ে সন্দেহ আছে আমার। একে তো তারা দুজনে চলে গেছে যা আমি দোষ বলছি না। কিন্তু এসব কথা গণমাধ্যমে উঠে আসছে। অ্যাম্বেসি তো এখন আর ভিসা দেবে না। সব শেষে ভেবে দেখলে পাব আসলে ক্ষতি হলো দেশের।’

ফেডারেশনের ক্যাম্পে থাকা আর্চারদের ভাতা বাড়ানোর পরিকল্পনা দীর্ঘদিনের। শিগগিরই তা বাস্তবায়নও হতে পারে। তবে, ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ালেও খেলোয়াড়দের গোপনে বিদেশ যাত্রা এড়ানো সম্ভব কিনা? এমন প্রশ্ন ছিল ফেডারেশন কর্তার কাছে।

সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা যদি কোটি টাকাও দেই না কেন, যদি কারো মানসিকতায় দেশপ্রেম না থাকে তাহলে তারা চলে যাবেই।’

ভাগ্যের চাকা ঘুরাতে রোমান-দিয়ার আগে আর্চার হাকিম আহমেদ রুবেল ও অসীম পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তাদের মধ্যে রুবেল প্রত্যয়নপত্র চেয়েছিলেন বলে দাবি ফেডারেশন সাধারণ সম্পাদকের।