‘রাষ্ট্র সংস্কারের কাজ শেষেই অন্তর্বর্তী সরকার বিদায় নিবে’
- আপডেট সময় : ০৪:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
রাষ্ট্রের চলমান সংস্কার কাজ শেষ করেই অন্তর্বর্তী সরকার বিদায় নিবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) উত্তরা ১৬ নং সেক্টরে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার চত্বরে বোধিচারা প্রতিস্থাপন এবং বৌদ্ধ সর্বজনীন মহাশ্মশানের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রের চলমান সংস্কার কাজ শেষ করেই অন্তর্বর্তী সরকার বিদায় নিবে।’ উপদেষ্টা বলেন,
‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল সকল বৈষম্য নিরসন। সে লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করছি।’
এসময় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, ‘৬৮ কোটি টাকা ব্যয়ে নেপালে কালচারাল সেন্টার করছে সরকার। যা এরইমধ্যে একনেকে পাশ হয়েছে। এ সেন্টার নির্মাণে নেপাল সরকার ৬ একর জায়গা দিয়েছে। যেখানে বাংলাদেশিরা বেড়াতে গেলে ধর্মীয় কাজ (প্রার্থনা) করতে পারবেন।’