দেশে উচ্চশিক্ষিত বেকার ৩১.৫০ শতাংশ
- আপডেট সময় : ০৯:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে
দেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। ১৯ লাখ ৪০ হাজার বেকার তরুণ জনগোষ্ঠীর প্রায় ৮ লাখ উচ্চশিক্ষিত। অর্থাৎ মোট বেকার মানুষের ৩১ দশমিক ৫০ শতাংশই উচ্চশিক্ষিত। বছরের ব্যবধানে এর হার বেড়েছে ৪শতাংশ। গ্রামের চেয়ে শহরে এবং পুরুষের চেয়ে নারী উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেশি। দেশে গ্রাজুয়েটের সংখ্যা, শিক্ষা অনুযায়ী কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষার মধ্যেসমন্বয়হীনতা এর জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র শ্রমশক্তি জরিপ-২০২৩অনুযায়ী, দেশের ১৭কোটি ১৭লাখ ১০হাজার জনগোষ্ঠীর মধ্যে বেকারের সংখ্যা ২৪লাখ ৬০হাজার। এদের ১৯লাখ ৪০হাজার’ই যুব জনগোষ্ঠীর। যার মধ্যে প্রায় ৮লাখ উচ্চশিক্ষিত। অর্থাৎ মোট বেকার জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত। যারা স্নাতক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট বেকার মানুষের ৩১দশমিক ৫০শতাংশই উচ্চশিক্ষিত। অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই বা পড়াশোনা করেনি, তাদের বেকারত্বের হার মাত্র ১দশমিক ০৭শতাংশ।
বিবিএসের তথ্যে দেখা যায়, উচ্চমাধ্যমিক পাস করা বেকারের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ, মাধ্যমিক শেষ করা বেকার ২১ দশমিক ২৯ শতাংশ। প্রাথমিকের গন্ডি পেরোনো বেকারের হার ৮দশমিক ৭শতাংশ। অন্য কোনো মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ব্যক্তিদের বেকারত্বের হার ০দশমিক ৮১শতাংশ।
সিপিডির গবেষক আবু সালেহ মোঃ শামিম আলম শিবলী বলেন আমাদের শিক্ষিত তরুনের সংখ্যার অনেক বেশি সেই তুলনায় কাজের সুযোগ অনেক কম। আর বিআইডিএসর গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল পলিসি ফেলুয়ের কারনে আমদের প্রচুর গ্রেজুয়েট বের হচ্ছে যাদের খুব একটা র্মাকেট নেই।
২০২২ সালে দেশে উচ্চশিক্ষিত বেকার ছিল ২৭দশমিক ৮শতাংশ, যা বছরের ব্যবধানে বেড়ে হয়েছে ৩১দশমিক ৫০শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৩৮দশমিক ৩৪শতাংশ উচ্চশিক্ষিত নারী এবং ২৮দশমিক ০৮শতাংশ পুরুষ বেকার ছিল।শহরের উচ্চশিক্ষিত বেকারের হার ৩৪দশমিক ০৯শতাংশ, সেখানে গ্রামের বেকার ৩০দশমিক ২৫শতাংশ। শিক্ষার সাথে শ্রমশক্তির ব্যবহারের সমন্বয়হীনতা ও দক্ষ জনশক্তি তৈরির সুযোগ না থাকায় পিছিয়ে আছে কর্মক্ষম জনগোষ্ঠী।
বিশেষজ্ঞরা বলছেন, কাক্সিক্ষত কর্মসংস্থানের অভাবে হতাশা বাড়ে বেকার তরুণদের মধ্যে। ফলে অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সমাজে।