ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর জেনারেল সেক্রেটারি ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ (শনিবার, ১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আক্তারুল আলম এ ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলে। যেখানে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ১হাজার ৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১ হাজার ৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে এএফএম সোলায়মান চৌধুরী ২১১টি এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।

দলটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চীনা রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর জেনারেল সেক্রেটারি ফুয়াদ

আপডেট সময় : ০৪:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

আজ (শনিবার, ১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচন কমিশনার আক্তারুল আলম এ ঘোষণা দেন।

এর আগে গত শুক্রবার দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলে। যেখানে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ১হাজার ৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। এর মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১ হাজার ৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে এএফএম সোলায়মান চৌধুরী ২১১টি এবং লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।

দলটির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চীনা রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।