ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে শপথ নিলেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ এবং তাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ২৫ মিলিয়ন ডলার করা সত্ত্বেও শুক্রবার শপথ নেন তিনি।

২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও, গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা।

তাই নতুন করে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকেও গ্রেপ্তার করতে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ও ৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

এছাড়া দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইদিন ভেনেজুয়েলার ১৫ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে শপথ নিলেন মাদুরো

আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ এবং তাকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের ২৫ মিলিয়ন ডলার করা সত্ত্বেও শুক্রবার শপথ নেন তিনি।

২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও, গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা।

তাই নতুন করে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকেও গ্রেপ্তার করতে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ও ৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।

এছাড়া দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইদিন ভেনেজুয়েলার ১৫ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।