২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি: খসরু
- আপডেট সময় : ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে
২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবসহ একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইইউ’র সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।