নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আম্পায়ারিংয়ে বাংলাদেশের জেসি
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে
আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। আসরে আম্পায়ারিং করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি।
প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে গেল বছর নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করেন তিনি।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার জেসি আম্পায়ার হিসেবেও এরই মধ্যে বেশ নামডাক কামিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে।
এবার বয়সভিত্তিক বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় তিনি। জেসিসহ আসরে মোট ২০ জন আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন।
১৪ দলের অংশগ্রহণে আসরটি শুরু হবে ১৮ জানুয়ারি।