যে জমি পছন্দ হতো, শেখ হাসিনা তা নিজের করে নিত: রিজভী
- আপডেট সময় : ০৩:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জমি পছন্দ হতো, তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি নিজের করে নিতেন।
আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
রিজভী দাবি করেন, ‘শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে দেশ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচার করেছেন।’
রিজভী অভিযোগ করেন, ‘শেখ হাসিনার যে জমি পছন্দ হয়েছে, তাই আইনী কাঠামোর মধ্যে দিয়ে তা নিজের করে নিয়েছেন। যার সর্বশেষ উদাহরণ, পূর্বাচলের রাজউকের প্লট।’
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে সুবিধা নেয়ার জন্য হাসিনা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে দিয়েছিলো। সেবাদাস হয়ে কাজ করে ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করেছে ‘
রুহুল কবির রিজভী বলেন, আমি শেখ হাসিনা ও তার প্রভু যারা আছেন, তাদের বলবো, আপনারা বাংলাদেশকে মনে করেছেন, যে ফুঁ দিলেই তারা চলে যাবে। এদের (দেশের জনগণ) দেশপ্রেম যে কত তীব্র, কত গভীর, এটা দিল্লির সাউথ ব্লক বিবেচনা করেনি। তারা মনে করেছে, শেখ হাসিনাকে রেখে দিলেই আমাদের পারপাস হয়ে যাবে।
এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদীদের প্রবল প্রতাপ রয়ে গেছে ‘
রিজভী বলেন, ‘শেখ হাসিনা যা চাইত, বিচার বিভাগ তাই বাস্তবায়ন করত। তাই তো যে বিচারক খালেদা জিয়ার সাজা দিয়েছেন অবসরের পর সেই বিচারকে প্রমোশন দিয়ে উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। তাই বিচার বিভাগের যেসব বিচারকেরা বিচারের নামে জুডিশিয়াল হত্যা করেছেন তাঁদের বিচার করতে হবে।’