এবার লেবাননে হামলা চালাল ইসরায়েল
- আপডেট সময় : ০৬:৫২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনির ইসলামপন্থী দল হামাসের সঙ্গে সংঘর্ষের মধ্যেই এবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। এর জেরে পাল্টা গোলা নিক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজাভিত্তিক ফিলিস্তিনি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছে, আহত ৯ শতাধিক। ইসরায়েলের পাল্টা হামলায় অন্তত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।