রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেক্টোরাল কলেজের ভোটে

- আপডেট সময় : ০৮:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৩৭৬ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কারে আজ বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আলী রীয়াজ নেতৃত্বাধীন কমিশন সুপারিশ জমা দিয়েছে। সুপরিশে বলা হয়েছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর)। রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই বারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। রাষ্ট্রপতি নির্বাচক মন্ডলীর (ইলেক্টোরাল কলেজ) সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হবেন।
সুপারিশে বলা হয়, নিম্নলিখিত ভোটারদের সমন্বয়ে নির্বাচক মন্ডলী (ইলেক্টোরাল কলেজ) গঠিত হবে –
অ. আইনসভার উভয় কক্ষের সদস্য প্রতি একটি করে ভোট;
আ. প্রতিটি ‘জেলা সমন্বয় কাউন্সিল’ সামষ্টিকভাবে একটি করে ভোট [উদাহরণ: ৬৪ টি ‘জেলা সমন্বয় কাউন্সিল’ থাকলে ৬৪টি ভোট];
ই. প্রতিটি ‘সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল’ সামষ্টিকভাবে একটি করে ভোট।
এতে আরও বলা হয়, রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। নিম্নকক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে।