সাইফ আলি খানকে ছুরিকাঘাত! হাসপাতালে অভিনেতা
- আপডেট সময় : ১১:৪৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা। ঘরের ভিতরে ঢুকে অভিনেতাকে ৩ বার ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। কারা এবং কেন হামলা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। রাত ২টোয় চোর ঘরে ঢুকে সাইফ আলি খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাঁর শরীরে ৬ বার কোপ চালানো হয়। সাইফের ঘাড়ের বাঁ দিকে আঘাত লাগে। ২টি গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। তবে তিনি স্থিতিশীল রয়েছেন, কোনও বিপদের আশঙ্কা নেই।
সাইফের পিআর টিমের তরফে জানানো হয়, “তাঁর বাসভবনে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে রয়েছেন। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ করছি। পুলিশি দতন্ত চলছে। আমরা আপনাদের সমস্ত তথ্য জানাব।”
সাইফ আলি খানের ওপর হামলার বিষয়ে মুম্বই পুলিশ জানিয়েছে, অভিনেতার বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। এরপর সাইফ ও সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। সেই সময় সাইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ঘটনর তদন্ত চলছে।
হামলার সময় পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সে তথ্য এখনও পাওয়া যায়নি। কিন্তু করিশ্মা কাপুর ৯ ঘণ্টা আগে ইন্সটা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বোন কারিনা কাপুর, বন্ধু রিয়া এবং সোনম কাপুরের সঙ্গে একটি পার্টি করেছিলেন। কারিনা তাঁর অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটি শেয়ারও করেন। সাইফের উপর হামলার সময় করিনা সেখানেই ছিলেন, নাকি বাড়ি এসে গিয়েছিলেন সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। ঘরের ভিতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার।
রিপোর্ট অনুযায়ী, সাইফ আলি খানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে রাত ২টায় কোনো অজ্ঞাত ব্যক্তি ঢুকে পড়ে। এই ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁর কাজের মেয়ের সাথে ঝগড়া করছিল। যখন সাইফ মাঝখানে ঢুকে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন, তখন সেই ব্যক্তি সইফের উপর হামলা করে। সইফের উপর সেই অজ্ঞাত ব্যক্তি ছুরি দিয়ে ৬ জায়গায় আঘাত করে এবং পালিয়ে যায়। এখন পুলিশ এই ব্যক্তির খোঁজ করছে। এর সাথে সাথে সাইফের বাড়ির কাজের মেয়ের কাছেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে, আসলে সেই ব্যক্তি কে ছিল এবং সে বাড়িতে মাঝরাতে কীভাবে ঢুকল।