হামাসের হামলায় ৬০০ ইসরায়েলি নিহত
- আপডেট সময় : ০৩:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
শনিবার হামাসের করা রকেট হামলায় ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় রোববার এক বৈঠকে বসে। বৈঠক শেষে সেখান থেকে আসে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এই তথ্য জানা যায়। এর ফলে এখন আরও শক্তিশালী হামলা চালাতে পারবে ইসরায়েলের সেনাবাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।
শনিবারের মতো রোববারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিনের এই গোষ্ঠী জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর সেরতে ১০০টি রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে, মিসরে পুলিশের গুলিতে মারা গেছেন ২ ইসরায়েলি পর্যটক। এ ছাড়া গুলিতে মিসরের এক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
মিসরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা বলছে, দেশটির আলেকজান্দ্রিয়া এলাকায় ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তিনজন নিহতের প্রাথমিক তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।