হামাসকে ঠেকাতে নতুন অস্ত্র দেবে আমেরিকা

- আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ৪৮৫ বার পড়া হয়েছে

বিশ্বের অন্যতম সেরা ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোমকে বোকা বানিয়ে ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী। এরই মধ্যে মারা গেছেন ৬ শতাধিক ইসরায়েলি। এবার ইসরায়েলকে নতুন অস্ত্র দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার জানান, ইসরায়েলকে অস্ত্র দেওয়ার ব্যাপারে শিগগির ঘোষণা আসতে পারে। এসব অস্ত্র চেয়েছে ইসরায়েল। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের হামলা ঠেকাতে লড়ে যাচ্ছে ইসরায়েল। এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে দেশটিতে অস্ত্র পাঠানোর দিকনির্দেশনা দিয়েছেন।’
তবে কী অস্ত্র পাঠানো হবে, তা জানাননি ব্লিঙ্কেন। ইসরায়েলে কোনো মার্কিন নিহত, আহত বা নিখোঁজ হয়েছে কিনা, তা বের করার চেষ্টা করছে দেশটি।
আয়রন ডোম হলো মাটি থেকে আকাশে ছোড়া স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বল্পপাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল এবং ড্রোন হামলা মোকাবিলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে এই ব্যবস্থা মোতায়েন রাখা আছে। এতে তিনটি কেন্দ্রীয় উপাদান আছে, রাডার, কন্ট্রোল, মিসাইল ফায়ারিং ব্যবস্থা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।
এর আগে শনিবার হামাসের করা ৫ হাজারের বেশি রকেট হামলায় এ পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩৭০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।