মধ্যরাতেই হোটেল-রেস্তোরাঁয় পৌছে যাচ্ছে শত শত মরা মুরগি!
- আপডেট সময় : ১২:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪৩ বার পড়া হয়েছে
প্রতিদিন সারাদেশ থেকে রাজধানীতে আনার সময় পথেই মরে যায় শত শত মুরগি। অভিযোগ রয়েছে, মরে যাওয়া এসব মুরগি বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করেন অসাধু ব্যবসায়ীরা। কতটুকু সত্য এই অভিযোগ?
অতিরিক্ত ভ্যাকসিন, আবহাওয়ার তারতম্য, নাজুক পরিবহন ব্যবস্থাপনাসহ নানা কারণে অনেক মুরগি পথেই মারা যায়। অনেকের অভিযোগ, অসুস্থ-মরা মুরগি রাত পেরিয়ে দিনের আলো ফোটার পর চলে যায় খাবার টেবিলে।
কাপ্তানবাজারে দেখা গেলো, পরিচ্ছন্নতাকর্মীরা মরে যাওয়া মুরগি ময়লার ট্রলিতে সংগ্রহ করছেন। পরে মধ্যরাতে বেরিয়ে এলো গা শিউরে উঠা তথ্য।
বাজারে আসা পাইকার ও খামারিদের সাথে কথা বলে জানা গেল এসব মরা মুরগি বিভিন্ন খাবারের হোটেল, মেসে কম দামে সরবরাহ করা হয়।
একজন জানান, রোগা মুরগী, অসুস্থ। এগুলো ৮০ টাকা ১০০ টাকায় বিক্রি করা হয়। মেসে যারা খাওয়ান তারা এগুলো নেয়।
এদিকে বাজার কমিটির সদস্য বলছেন, এই বিষয়ে কথা বলা নিষেধ করা হয়েছে। এরইমধ্যে এই নিয়ে সংবাদ প্রচার না করতে অর্থ বিনিময়ে প্রস্তাব দেয়া হয়।
প্রতিদিন রাজধানীর পাইকারি বাজারগুলোতে ১২০-১৬০টি করে মুরগি বোঝাই গাড়ি আসে। কোন কোন বাজারে গড়ে ৩০০-৪০০শ মুরগি মারা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মরা মুরগির মাংসে মারাত্মক রোগব্যাধী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এ মুরগিগুলো নানা রোগের কারণেই মারা যায়।
এছাড়া ধর্মীয়ভাবেও মরা পশুর মাংস খাওয়া অনুমোদিত নয়।