এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি: কারিনা
- আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার পর ২৪ ঘণ্টা পেরিয়েছে। এখনও অধরা অভিযুক্ত দুর্বৃত্ত। বুধবার রাতে বাসার মধ্যে হামলার সে ঘটনার নানা বয়ান উঠে আসছে।
স্বামীর ওপর হামলা নিয়ে এবার মুখ খুললেন কারিনাও। এক্স হ্যান্ডেলে তিনি মূলত অনুরাগী এবং পাপারাজ্জিদের কাছে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করার অনুরোধ জানালেন।
বিনয়ের সঙ্গে পতৌদির পুত্রবধূর অনুরোধ, ‘আপনাদের বাড়তি উদ্বেগ আমার পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। দয়া করে আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।’
সাইফের ওপর হামলার পর বেশ ধকল গেছে কারিনার ওপর দিয়েও। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ হাসপাতালে ছিলেন তিনি। গোটা দিন কেটেছে দুশ্চিন্তা আর উদ্বেগে। রাত সাড়ে নয়টার দিকে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল। এখনও গোটা ঘটনার রেশ বোঝার চেষ্টা করে চলেছি। সংবাদমাধ্যম ও পাপারাজ্জির কাছে আমাদের অনুরোধ, দয়া করে মনকাড়া খবর, গুজব ছড়াবেন না।’
অভিনেত্রী বলেন, ‘সবার সাহায্য ও উদ্বেগ যেমন আমাদের কাছে সমাদৃত একইসঙ্গে সর্বক্ষণ এই চুলচেরা বিশ্লেষণ, আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। আশা করব, আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান করবেন। এই ধাক্কা সামলাতে আমার এবং আমার পরিবারের প্রয়োজনীয় সময় এবং পরিসর দেবেন।’
এদিকে সাইফ এখনও রয়েছেন লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বলিউড অভিনেতা আপাতত বিপদমুক্ত।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন নবাব পতৌদির বংশধর সাইফ আলি খান। রাত দুটার দিকে এগার তলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি নায়কেকে সমানে কোপাতে থাকে। আহত হয়েছেন এক গৃহ কর্মীও।