বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার শঙ্কা বিশ্বব্যাংকের
- আপডেট সময় : ০৪:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল বছরের তুলনায় কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আশঙ্কা আছে মূল্যস্ফীতিরও।
বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামতে পারে, যা গত জুনের চেয়ে ১.৬ শতাংশ কম।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভাটা পড়েছে বিনিয়োগে। নড়বড়ে শিল্প খাত ও চড়া মূল্যস্ফীতির কারণে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার আদৌ কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারবে কিনা এ নিয়েও সংশয় প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া ছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে পাঁচটি ঝুঁকির আশঙ্কা করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।
আবহাওয়ার তারতম্য, দূষণ, বেকারত্ব, সুযোগের অভাবসহ অর্থনৈতিক মন্দা আছে সে তালিকায়।