ওয়েস্ট ইন্ডিজকে ১২৭ রানে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৭:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৩৮২ বার পড়া হয়েছে

মুলতান টেস্টে পাকিস্তানের কাছে ১২৭ রানে হেরেছে উইন্ডিজ। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৪৮ রান করতেই বাকি ৭ উইকেট হারায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১৫৭ রানে অলআউট হলে সফররতদের টার্গেট দাঁড়ায় ২৫১ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ১২৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে সাজিদ খানের স্পিন ভেল্কিতে অসহায় হয়ে পড়েন প্রতিপক্ষ দলের ব্যাটাররা। একাই ৫ উইকেট শিকার করেন এই বোলিং অলরাউন্ডার।
আগের ইনিংসের ৪ উইকেটসহ মোট ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পেয়েছেন স্পিনার আবরার। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।